ইমোশনাল মার্কেটিং কি ও কিভাবে🤔?

ইমোশন মানে সোজা বাংলায় দাড়ায় আবেগ।
আর সেই ইমোশন কে কাজে লাগিয়ে যেভাবে মার্কেটিং করা হয় তাকে বলে ইমোশনাল মার্কেটিং।
সেটা আবার কিভাবে
???

চলুন একটু টিভি-চ্যানেলের বিজ্ঞাপনের দিকে তাকাই তাহলে বিষয়টি সহজ হবে, মনে করে দেখুন তো কোন এ্যাডগুলো মানুষের মন ছুঁয়ে গেছে… আমি মোটামুটি নিশ্চিত আমার আপনার একই অভিমত হবে… গ্রামীণফোনের “স্বপ্ন যাবে বাড়ি আমার” , ক্রাউন সিমেন্টের “মাই কান্ট্রি সিমেন্ট” এই রকম অনেকগুলোই বলতে পারবেন যা আপনার আর আমার মিলে যাবে।
এই সবগুলোতে ইমোশনাল মার্কেটিংয়ের ব্যবহার… কথা ক্লিয়ার না ভেজাল আছে
।

গত দুই দশক আগের একটা সাবানের কথা সবাই বলেন সেটা এ্যারোমেটিক সাবান, তারা তাদের সাবানের প্যাকেটের গায়ে লিখে দেয় “একমাত্র শতভাগ হালাল সাবান”। বাকিটা ইতিহাস অনেকেই জানেন। সব সেরা সাবান কোম্পানিকে পেছনে ফেলে তারা বাজারে সেরাতে চলে যায়।
আর এভাবেই ইমোশনের ব্যবহার হচ্ছে দশকের পর দশক ধরে, আর কাস্টমারও সেটা গ্রহণ করছে সাদরে। আপনার উদ্যোগের জন্য আপনিও করতে পারেন এমন সব ইমোশনাল মার্কেটিং।