লিখতে পারা একটি স্কিল

লিখতে পারা একটি দারুণ স্কিল। নিজের মনের ভাব কলমের কালিতে প্রকাশ করার অন্য রকম ক্ষমতা সবার মাঝে দেখা যায় না। আমি নিজেও তেমন লিখতে পারিনা। এখন একটু একটু চেষ্টা করি। কারণ অনেক কথাই মনের গভীরে থেকে যায় যা প্রকাশ করতে পারলে ভালো লাগত। বিশেষ করে প্রিয় লেখকদের লেখা পড়ে মনের ভিতর দাগ কাটে তাদের মত যদি এতো সহজে মনের ভাব প্রকাশ করতে পারতাম। সেই ভাবনা থেকে শুরু হলো অল্প অল্প লিখার অনুশীলন। তাই প্রতিদিন যা ভাবনা মাথায় ঘুরপাক খায় তা-ই কি-বোর্ডের কি দিয়ে প্রকাশ করে যাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি । এই গ্রুপে অল্প অল্প লিখে প্রকাশ করি। এখন আমার পরিচিত অনেকেই এই কাজ টি করছেন স্পেশালি আমার শিক্ষার্থীরা। সবার এই চেষ্টা সফল হোক।